শিরোনাম
◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:১৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাট ক্ষেতে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহী মহানগরীতে পাটের ক্ষেতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষক রাকিবকে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ। রকি (২৮) বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।

[৩] রোববার(১৪ জুলাই) সকাল ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] আরএমপি'র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী রকিবের প্রতিবেশী। 

[৫] বেশ কিছুদিন থেকে লম্পট রাকিব ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।

[৬] মামলা পরবর্তী বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। রোববার  সকালে অভিযান পরিচালনা করে আসামি রকিকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়