শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ বিশ্বের মানবিক করিডোর কোথায় কোথায় আছে, কতটা কার্যকর? ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:০১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াজ শেখ (৪৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত কৃষক একই এলাকার মইন উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বেশ কিছুদিন ধরে চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমির লাগানো গাছে কাঁঠাল পাড়তে গেলে হোসেন শেখ ও রিয়াজ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে প্রতিপক্ষ হোসেন শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রিয়াজ শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যার ঘটনার বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত আছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়