শিরোনাম
◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় দুই শ্রমিক নিহত 

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার সরাইলে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় আলী মনসুর (৩৫) ও দেলোয়ার হোসেন (২৫) নামে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। 

[৩] বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

[৪] নিহত আলী মনসুর ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সুবলিয়া পাড়ার আরশাদ আলীর ছেলে ও দেলোয়ার হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

[৫] সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করছিল। এই পুকুরটি খনন করতে শ্রমিকেরা ময়মনসিংহ থেকে আসেন। বুধবার রাতে পুকুরটিতে ড্রেজার দিয়ে খনন করার সময় এর পাড়ের মাটি ভেঙে পড়ে তিনজন শ্রমিক পানিতে তলিয়ে যায়। এরমধ্যে একজন সাতারে প্রাণে রক্ষা পান এবং বাকি দুজন নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করলে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাদের মরদেহ পাওয়া যায়।

[৬] তিনি আরও জানান, নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়