শিরোনাম
◈ চকরিয়ায় প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের চিংড়ি ঘেরে ডাকাতি! (ভিডিও) ◈ পাঁচ দফায় ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, হতাহত বাড়ছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কি পরমাণু আলোচনা করবে ইরান? ◈ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ◈ আবারও ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি ড্রোন ◈ ইসরায়েলে হামলায় ইরানে আনন্দমিছিল (ভিডিও) ◈ ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি ◈ ভিসা জটিলতায় থমকে বাংলাদেশি পর্যটন, বিদেশ ভ্রমণে বড় বাধা অবৈধ অবস্থান ও ওভারস্টে ◈ বাবর, রিজওয়ান ও শা‌হিন আ‌ফ্রিদি ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান  ◈ বাংলাদেশের পদ্ধ‌তি অনুকরণ করতে চায় ভারত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে মহাসড়কে গাড়ি থামিয়ে যানযট সৃষ্টি, ৭ চালককে জরিমানা

ইমন মাহমুদ, ভৈরব: [২] কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডে নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যানযট সৃষ্টি করে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ গাড়ি চালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার (১০ জুলাই) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

[৪] অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি। এ সময় উপস্থিত ছিলেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা ও অভিযানে সহযোগীতা করেন ট্রাফিক পুলিশের টিআইও নূর আলম ও ভৈরব থানা পুলিশের এসআই লূৎতফর রহমান।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা উপর নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ চালককে ৮ হাজার ৭০০ টাকা জরিমানার পাশাপাশি চালকদের সচেতনতা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

[6] এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি বলেন, সড়কের মধ্যে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানো করা হয়। যার কারণে ঢাকা-সিলেট মহাসড়ককের বিরাট যানযটের সৃষ্টি হয়। এতে করে এই মহাসড়ক দিয়ে চালাচল করা যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সে জন্য এই সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতন করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়