শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে দুটি উপজেলায় বন্যা ও পাহাড়ি ঢলে শতাদিক গ্রাম পানিবন্দি 

তপু সরকার হারুন: কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলসহ প্রায়ই শতাদিক টি গ্রাম প্লাবিত হয়েছে। ৩ জুলাই বুধবার পর্যন্ত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মহারশী নদীর খৈলকুড়া বাঁধ ভেঙে ও বাঁধের দু’কোল উপচে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে পাহাড়ী ঢলের পানি প্রবেশ করে মঙ্গলবার ভোরে ঝিনাইগাতী সদর, ধানশাইল ও কাংশা ইউনিয়নের ২০ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে ওইসব এলাকার শতাধিক বাড়িঘরের মানুষ।

পানিবন্দি এলাকায় জমিতে পলি জমে ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়াও মহারশী নদীর বাঁধ উপচে উপজেলা পরিষদের সম্মুখসহ সদর বাজারে পানি ঢুকে পড়েছে। এতে উপজেলা পরিষদের সম্মুখের প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। এছাড়াও দু-একটি অফিসের মেঝেতেও পানি ঢুকে পড়ে। ঝিনাইগাতী বাজারে পাহাড়ি ঢলের পানি ঢুকে মসজিদ রোড (কাঁচাবাজার) ও হাসপাতাল রোডে প্রায় হাঁটু পানি জমে যাওয়ায় জনদুর্ভোগের পরিণত হয়।

এদিকে নালিতাবাড়ী কয়েকটি ইউনিয়নের বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও, কালিনগর, শিমূলতলা, সন্যাসিভিটা, কলসপাড় গোল্লারপাড়, তারাকান্দি, শিমূলগড়া, গাগলাজানি, পিপুলেশ্বর, গুনাপাড়া, সূর্যনগর, নাকশি মরিচ পুরান, গোজাকুড়া, কয়াড়পাড়, উল্লার পাড়, মরিচপুরান, খলাভাঙ্গা গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী ইউনিয়নের খরখরিয়া কান্দা, খালভাঙ্গা, ভোগাইরপাড় গ্রাম প্লাবিত হয়েছে । নালিতাবাড়ী বন্যা প্লাবিত পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি ইউনিয়নে রোপা আমন বীজতলার কিছু ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা চলাকালীন ঢলের পানি কমতে শুরু করেছে।

অপরদিকে উপজেলার ঝিনাইগাতী সদর, দিঘীরপাড়, রামনগর, চতল, আহাম্মদনগর, বনকালি, ধানশাইল, কুচনীপাড়া, বাগেরভিটা, হাতীবান্ধা, লয়খা, কামারপাড়া, পাগলার মুখ, দাড়িকালিনগরসহ ২০ টি গ্রামের মানুষ
পানিবন্দি হয়ে পড়ে।

এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঝিনাইগাতী সদর ইউনিয়নের খৈলকুড়া নামক স্থানে মহারশী নদীর বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা কৃষি দপ্তরসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও তিনি আরো বলেন, ঝিনাইগাতীতে প্রতিবছরই মহারশী নদীর বাঁধ ভেঙে অথবা নদীল দু’কোল উপচে শহর এলাকায় পানি প্রবেশ করায় ব্যবসায়ীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ফাইলপত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়