শিরোনাম
◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশু’সহ ৩ জনের মৃত্যু

হাবিবুর রহমান, পূর্বধলা: [২] নেত্রকোনার পূর্বধলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক নারী ও দুই শিশু মারা গেছে।

[৩] উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নবাব আলীর মেয়ে সালমা আক্তার (২১) রোববার সকালে হাতমুখ ধোয়ার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] অপরদিকে ধলামূলগাঁও ইউনিয়নে পাঁচমারকেন্ডা গ্রামে খাল থেকে তাসকিন (৭) ও নোমান (৮) নামে দুই শিশু মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে তাসকিন তার মা-বাবার সঙ্গে পাঁচমারগেন্ডা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন। সবার অজান্তেই তাসকিন তার খালাতো ভাই নোমানকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের খালে কলা গাছের ভেলায় চড়ে পড়ে যায়। সন্ধ্যায় তাদেরকে না পেয়ে আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করে। রোববার সকালে তাদের নানী পারভিন আক্তার বাড়ির পাশে খালে শিশু দুটির মরদেহ ভাসমান দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে মরদেহ দুটি উদ্ধার করে।

[৬] তাসকিন নেত্রকোনা সদর উপজেলার সাতপাই (উল্লা বাড়ি) গ্রামের মো. আল মামুনের ছেলে, নোমান ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলী'র ছেলে।

[৭] পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়