শাফায়েত নাজমুল: [২] সপ্তাহজুড়ে তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত। এতে সাধারণ মানুষ, গাড়ি চালক এবং যাত্রীরা তৃষ্ণায় যখন প্রাণ অনুষ্ঠাগত।
[২] তখন অসহনীয় এ তাপদাহরে মাঝে মানুষকে একটু শস্তি দেওয়ার জন্য এগিয়ে আসনে মো. ফরিদ মিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুর ঘাটের মেসার্স ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী। সকাল থেকে তিনি প্রায় দুই হাজারের উপরে পথচারী এবং যানবাহনের চালক ও যাত্রীদের বিনামূল্যে বিশুদ্ধ পানি এবং শরবত পান করান। এতে করে পথচারীরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
[৩] ফরিদ মিয়া বলেন, এটা মানবিক কাজ। যতদিন তাপদাহ থাকবে প্রতিদিনই মানুষকে বিনামূল্যে এ সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।