ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাই জুয়েল মন্ডলের বটির আঘাতে বড় ভাই সোহেল মন্ডলের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই জুয়েল মন্ডল দীর্ঘ ৮ বছর যাবত সিঙ্গাপুর ছিলেন। এসময়ে তিনি টাকা পয়সা বড়ভাই সোহেল মন্ডল এর কাছে পাঠাতেন।দেশে ফেরার পর টাকা-পয়সার হিসাব দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই জুয়েল বড় ভাই সোহেলকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি শোনার পরে ঘটনাস্থানে পুলিশ গেছে, অভিযুক্ত আসামি জুয়েল কে রাতে আটক করা হয়েছে।