শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'অতিরিক্ত শীতে' নাটোরে রেললাইনে ফাটল, দ্রুত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩ নম্বর পিলারের কাছে রেললাইনে ফাটল সৃষ্টি হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত শীতের কারণে ফেটে গেছে রেললাইন। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সোমবারের (৮ ডিসেম্বর) বিকেলের আগেই এ ফাটল মেরামতের কাজ শেষ বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। এর আগে সোমবার ভোরে ফাটলটি দেখতে পেয়ে রেল কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ভোরে ফাটলটি দেখ পাই এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করেছে। তবে দুপুরের দিকে ফাটলটির মেরামত কাজ শুরু হয়।

মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এমন ফাটল দেখা যায়। এতে ট্রেন চলাচলে বড় ধরণের কোনো বিঘ্ন ঘটে না।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরই দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের কর্মীরা মেরামত কাজ শেষ করেন। মেরামতের সময় ওই লাইনে সতর্কতামূলকভাবে ট্রেন ধীরগতিতে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়