শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এএইচ সবুজ, গাজীপুর: [২] গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সংলগ্ন আউটপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এগারোটি বহুতল ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। একই সাথে দশ জন গ্রাহককে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুই লক্ষ পয়ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

[৩] গতকাল বুধবার (১৫ মে) তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল অফিসের উদ্যোগে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযানে বিচার কার্য পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এবং এ অভিযানের কোর্টে প্রসিকিউশন প্রদান করেন তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল অফিসের ম্যানেজার প্রকৌ.মোহাম্মদ মামুনুর রহমান। 

[৪] এসময় তিতাস গ্যাস জয়দেবপুর জোনের আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক প্রকৌ. মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌ. কে. এইচ ফয়সাল আহম্মেদ, মো. আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান ও উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা, সায়েম আনোয়ার প্রমুখ। 

[৫] এ সময় অভিযানে সহায়তা প্রদান করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

[৬] প্রকৌ. মোহাম্মদ মামুনুর রহমান জানান, এই এলাকায় অবৈধ গ্যাস লাইন আছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের টিম সরেজমিন পরিদর্শন করলে তা সত্যতা মিলে এবং তার ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসনের সহায়তায় আজ অভিযান চালিয়ে এগারোটি বহুতল ভবনের প্রায় আড়াইশ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। তাছাড়াও বিচারক মহোদয় তাদের জরিমানার আওতায়ও এনেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

[৭] নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ জানান, অবৈধ গ্যাস লাইনের ব্যাপারে জেলা প্রশাসন সর্বোচ্চ শক্ত আবস্থানে আছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহায়তায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়