শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ দুর্ভোগ লোডশেডিং বিল বিষয়ে ময়মনসিংহে গণশুনানি অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: [২] বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারে জনদুর্ভোগ লাগবে জনউদ্যোগের আহবানে ১৫ মে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় (জনশুনানী) সভায় জেলা প্রশাসক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নাগরিকদেরকে অবশ্যই স্মার্ট সেবা প্রদান করতে হবে। জনশুনানীতে গ্রাহকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তা নিরসনে কার্যকর ব্যবস্হা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রতি জেলা প্রশাসক আহবান জানিয়েছেন।

[৩] জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত জনভোগান্তির বিভিন্ন বিষয় উল্লেখ করে সূচনা বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। 

[৪] সভায় আরও বক্তব্য রাখেন জনউদ্যোগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাকৃবির সাবেক উপাচার্য প্রফেসর  ড. আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন ও অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল, সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক নিয়ামুল কবির সজল, আব্দুল্লাহ আল আমীন,কবি ইয়াজদানী কোরায়শী কাজল, অধ্যাপক আনোয়ারুল কবির, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট আবুল কাশেম, খন্দকার সুলতান আহমেদ, অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, নূর নাহার দীপা, নারী উদ্যোক্তা সৈয়দা সেলিমা আজাদসহ ভুক্তভোগী গ্রাহকবৃন্দ।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়