শিরোনাম
◈ ইসরায়েলে মিসাইল হানা ই‌য়ে‌মে‌নের হু‌তিদের, যুদ্ধবিরতির পরও ছায়াযুদ্ধ চালাচ্ছে ইরান? ◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা): [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল সোমবার দিবাগত রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

[৩] এর আগে ওইদিন অর্থাৎ সোমবার (০১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

[৪] শিক্ষার্থীর বাবা জানান,তিনি কাজে বাহিরে ছিলেন। বিকেলের দিকে তাঁর স্ত্রী বাড়ীর পাশের ক্ষেত থেকে ছাগল আনার জন্য যান। সে-সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত ইব্রাহিম বাড়িতে ঢুকে মেয়ে (১৪)কে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে তার মা ক্ষেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[৫] তিনি আরও বলেন,আমি বাড়ি ফিরে আমার মেয়ে ও আমার স্ত্রীর কাছে ঘটনা শুনে এলাকার লোকজনদের জানিয়ে তারপর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই। 

[৬] এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানান, রাতেই ঘটনাস্থল গেলে সত্যতা মিলেছে। ভিকটিম ও তার বাবা থানায় এসে অভিযোগ দায়ের করার পরপরই মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ইব্রাহিমকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়