শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক-রেলপথ অবরোধের পর থমথমে পরিস্থিতি, যানবাহন চলাচল স্বাভাবিক ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ আটক ৩

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার তিন জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় বিজিবির অভিযানিক দল মিয়ানমার থেকে নৌকায় করে নিয়ে আসা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

[৩] মঙ্গলবার (৫ মার্চ) উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার রাতে বিজিবি গোপন সংবাদে জানতে পারে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ফিশিং ঘাট নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে সাগর পথে পাচার হয়ে আসা মাদকের একটি চালান উক্ত এলাকায় প্রবেশ করবে। 

[৪] উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, বিজিবির একটি বিশেষ টহলদল মুন্ডার ডেইল এলাকায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
সকাল ৯ টার সময় বিজিবি টহলদল দেখতে পায় সাগরের পূর্ব দিক থেকে একটি নৌকা ফিশিং ঘাটের দিকে আসছে। নৌকাতে থাকা ব্যক্তিদের সন্দেহ হলে অভিযানিক দল নৌকাটিকে থামানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পুনরায় সাগর পথ দিয়ে পালানোর চেষ্টা করে। 

[৫] এরপর বিজিবি সদস্যরা দুটি নৌকা নিয়ে ধাওয়া করে, তিন চোরাকারবারীসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকার পাটাতনের নিচে লুকায়িত একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ২.১২৭ ক্রিস্টাল মেথ আইসের চালানও উদ্ধার করা হয়। আটককৃতরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত নাগু মিয়ার পুত্র মো.সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের পুত্র মো. সৈয়দ আলম (২৪), নুর কামালের পুত্র মো.আক্তার কামাল (২০)।

[৬] আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য উদ্ধারকৃত আইসের চালানসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়