শিরোনাম
◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

ঢাকা-কক্সবাজার রেলরুটে আরো একটি আন্তঃনগর ১ জানুয়ারি থেকে

সালেহ্ বিপ্লব, এম আর আমিন: [২] তবে ২৫ ডিসেম্বর বড়দিনের আগে রোববার। তার আগে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ২০ ডিসেম্বরই নতুন ট্রেনটি চালু করতে চায় রেলওয়ে। এ নিয়ে মহাপরিচালকের সঙ্গে বৈঠকও করেছেন সিনিয়র কর্মকর্তারা। 

[৩] রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বুধবার রেলভবনে এক বৈঠক শেষে জানান, পর্যটকদের চাহিদার কারণে নতুন বছরে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে এই একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  

[৪] প্রস্তাবিত ট্রেনটির জন্য তিনটি নাম প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম চূড়ান্ত করবেন। 

[৫]  কক্সবাজার থেকে ট্রেনটি ছাড়বে রাত আটটায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে, ঢাকার উদ্দেশে ফের ছাড়বে রাত সোয়া ১১টায়। ঢাকা বিমানবন্দর বিরতি দিয়ে কমলাপুর পৌঁছবে ভোর সাড়ে ৪টায়। 

[৬] ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে ভোর সোয়া ৬টায়। ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রামে বিরতি দিয়ে কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়। 

[৭] রোববার বিরতি থাকবে। এই ট্রেনে আসন সংখ্যা ৭৮০। 

[৮] চট্টগ্রামের বিভাগীয় রেলপথ ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম  বলেন, নতুন ট্রেনটি কেবলমাত্র চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে বিরতি নিবে। আগামীতে দক্ষিণ জেলার অন্যান্য স্টেশনের কাজ সম্পন্ন হলে দোহাজারী স্টেশনসহ বাকি স্টেশনে দাঁড়াবে। 

[৯] রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, নতুন এই ট্রেনে বগি থাকবে ১৮টি। সবগুলোই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। 

[১০] দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বলেন, দোহাজারী-কক্সবাজারের রেললাইনের কাজ এখনো চলমান থাকায় এখন ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

[১১] দোহাজারী- কক্সবাজার রেললাইনে গত ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়। এর আগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়