শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৩, ১২:০২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাইলট তৈরির প্রকল্প এভিয়েশন খাতে মাইলফলক: বিমান প্রতিমন্ত্রী

মনজুর এ আজিজ: পাইলটদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ পরিচ্ছন্ন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। পাইলটদের স্মার্ট হওয়া আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ মে) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের এপিক ফ্লাইট একাডেমিতে পাইলট প্রশিক্ষণে ১১ জনকে পাঠাচ্ছে ইউএস-বাংলা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, এয়ারলাইন্স খাত মানুষের কাছে খুবই আকর্ষণীয়। পাইলটদের স্মার্টনেস; রুচি সবকিছু উন্নত হওয়ায় তাদের মর্যাদাও বেশি। অবসরে যাওয়ার পরও চারিত্রিক বা ব্যক্তি কার্যকলাপে এই প্রফেশন যেন কলুষিত না হয়, সেদিকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, আগে সেফটি। সতর্কভাবে সময় নিয়ে ফ্লাইট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর যেন কোনো সমালোচনা না থাকে সেক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

সবার সমন্বিত কাজের মধ্যে দিয়ে এভিয়েশন খাত এগিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে উন্নয়ন আজ দৃশ্যমান।  যা নিরলসভাবে করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা। সারা বিশ্বে বাংলাদেশ বিস্ময়কর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এভিয়েশন খাতের উন্নয়ন এখন আন্তর্জাতিক মানের। শাহজালাল, সিলেট, শাহ আমানত, কক্সবাজার বিমানবন্দরসহ সব বিমানবন্দরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। সব বিমানবন্দরে নিরাপত্তা উন্নত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহযোগিতায় এ খাতের চিত্র দ্রুত বদলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। বাংলাদেশে বিমানের পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাও ভালো অবস্থানে যাচ্ছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়