শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আমানতে বিমানের ইঞ্জিনে পাখি, ২ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাই এবং ওমানগামী ২টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সময় অনলাইন

পরে বিমান দু'টির ৪৩৪ যাত্রীকে হোটেলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। ফ্লাইট বাতিল হওয়া বিমান দুটির মধ্যে দুবাইগামী বিমান সংস্থা  ফ্লাইট দুবাই এবং ওমানের মাসকট গামী বিমান সংস্থা  বাংলাদেশ বিমান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান জানান, বার্ড হিটের কারণে মধ্যপ্রাচ্যগামী বিমান দু'টির যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুবাইগামী ফ্লাইট দুবাই বিমান সংস্থার যাত্রী ছিলো ১৮০ জন। এছাড়া মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলো। সব যাত্রীকেই বিমান সংস্থার মাধ্যমে হোটেলে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিমান বন্দর সূত্র জানায়, ফ্লাইট দুবাইয়ের ফ্লাইটটি রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর সাড়ে নয়টায় পুনরায় দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইট প্রকৌশলীর উড্ডয়নের আগে চূড়ান্ত পরীক্ষার সময় ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয়।

একইভাবে মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ত্রুটি ধরা পড়লে যাত্রা বাতিল করা হয়। শুক্রবার সকালে প্রকৌশলীরা এসে বিমান দু'টি মেরামত করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়