শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৪ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার রেলভবনে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা যায়, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ মার্চ২৪ মার্চের মার্চের টিকিট বিক্রি শুরু হতে পারে। ফলে ২৪ মার্চ থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে কতটি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। চাহিদার ভিত্তিতে রুট নির্ধারণ করা হবে।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে, যার মধ্যে কিছু কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বেঠকে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়