শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা মারা গেছেন

মাসুদ আলম: [২] সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা আক্তার (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন লতা । 

[৩] লতার ফুফাতো ভাই সজীব আহমেদ বলেন, খলিলুর পেশায় গাড়িচালক ছিলেন। প্রেম ও বিয়ের সময় পেশার কথা গোপন করেছিলেন খলিলুর। বিয়ের পর তা জানতে পেরে বিবাহবিচ্ছেদ ঘটান লতা। এতে ক্ষুব্ধ হয়ে গত রোববার বেলা পৌনে একটায় লতার গ্রামের বাড়িতে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মো. খলিলুর রহমান। পরে  তিনি নিজের গায়েও আগুন ধরান। খলিলুর গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৪] তিনি আরও বলেন, লতার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণের টেক গ্রামে। গ্রামের বাড়িতে লতা ও তার মা থাকতেন। তার বাবা মারা গেছেন। বড় দুই ভাই- বোন ইতালিপ্রবাসী।

[৫] তবে খলিলুরের বড় ভাই মুদিদোকানি মো. জলিল বলেন, খলিলুর হাসপাতালে তাদের বলেছেন, দুজন দুজনকে জড়িয়ে ধরে গায়ে আগুন লাগান।
খলিলুরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। 

[৬] ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, আগুনের লতার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। চার দিনেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সম্পাদনা: ইকবাল খান

এমএ/আইকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়