সালেহ্ বিপ্লব: [২] রাজধানীর মিরপুরে রাস্তায় জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়ে ছিলো। সেই পথ দিয়ে যাওয়ার সময় পানির সংস্পর্শে এসে ৩ পথচারী এবং একজন শিশু মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
[৩] বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
[৪] মৃত ব্যক্তিরা হলেন মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)।
[৫] এই দম্পতির সাত মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৬] পুলিশ সূত্র জানায়, এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামের আরেক তরুণের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।