জেরিন আহমেদ: কয়েকদিন চলা অসহনীয় দাবদাহের পর রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর তেজগাঁও, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
দীর্ঘ দিন পরের এ বৃষ্টিতে প্রাণ ফিরে এসেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে।
এর আগে গত বুধবার ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাতেও দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সম্পাদনা সাজ্জাদুল ইসলাম।