মোস্তাফিজুর রহমান: রাজধানীর নাজিমউদ্দীন রোডে বাসা থেকে মারজিয়া বিনতে মকসুদ (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
বুধবার (৭ জুন) সকাল আনুমানিক দশ টায় মৃতের বড় ভাই হাসান মো: আমিরুল ইসলাম এর সনাক্ত মতে মরদেহটি উদ্ধার করেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল সে।
সেখান থেকে তাকে উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
তিনি আরও বলেন, ঘটনার সময়ে বাসায় মেয়েটি বাসায় একাই ছিলেন। তার স্বামীর নাম রাজিউন মাহমুদ। দম্পতির কোন সন্তানাদি ছিল না। তিনি গৃহীনি ছিলেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা অলিপুর মকসুদ আলী, মা তাহমিনা আক্তার এর মেয়ে মারজিয়া। তিনি চকবাজার নাজিমউদ্দীন রোডের ৮৮/৮৯, রজনীগন্ধা ভিলায় ভাড়া বাসায় থাকতেন। সম্পাদনা: নাহিদ হাসান
এমআর/এনএইচ