মোস্তাফিজুর রহমান: রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে ইলেকট্রিক ব্যবসায়ী অচেতন হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার নাম মামুনুর রশিদ (৩৮)। বুধবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা অপর ইলেকট্রিক ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, মামুনুর রশিদের জিরাবোতে ইলেকট্রিক ব্যবসা। সেখান থেকে মালামাল ক্রয়ের জন্য গাড়িতে গুলিস্তান আসছিলেন। মোবাইলে খবর পেয়ে গুলিস্তান বিআরটিসি কাউন্টার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে তার কাছ থেকে কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, অচেতন ঐ ব্যাক্তিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তাকে পাকস্থলী পরিস্কারের পর মেডিসিন বিভাগে ভর্তি দেয়া হয়। সম্পাদনা: নাহিদ হাসান
এমআর/এনএইচ