মোস্তাফিজুর রহমান: রাজধানীর শাহবাগ শিক্ষা ভবন সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৬০)।
এ কথা জানান শাহবাগ থানার উপ পরিদর্শক এসআই টিপু সুলতান। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে শিক্ষা ভবন সংলগ্ন ফুটপাতে ওই নারী অচেতন অবস্থায় শুয়েছিল।
তার কোন সারা-শব্দ ও নড়াচড়া না থাকায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, প্রাথমিক ধারণা করা যায় মৃতা নারী ভবঘুরে প্রকৃতির। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান। সম্পাদনা: নাহিদ হাসান
এমআর/এনএইচ