শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে নিখোঁজের চারদিন পর কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিনপর মো. ইমন (১৬) নামে কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সে তার বাবা'র সাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো।গ্রামের বাড়ি বরিশাল হিজলা উপজেলায় তার বাবার নাম মো. লিটন ‌বর্তমানে নামা শ্যামপুর এলাকায় পরিবারের সাথে থাকতো ইমন।

বিষয়টি জানিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বলেন, কিশোরের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে জানাগেছে, তার বাবা মো. লিটন অটো রিকশা চালাতো, ছেলেও বাবা'র অটো চালাতো। তিনি বলেন, গত ৪দিন আগে অটো রিকশা নিয়ে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই। দু-একদিন পর অটোরিকশা টি শ্যামবাজার এলাকায় রাস্তায় পাওয়া যায়। কিন্তু ছেলে কে পাওয়া যায়নি।

শনিবার (৩ জুন) রাত আনুমানিক আট টার দিকে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবার কাছে ময়লার আবর্জনা উপর থেকে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। পরে মরদেহটি দেখে তার বাবা সনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্তের  মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিশোরকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হত্যা করে বস্তাবন্দি করে উক্তস্থানে ফেলে যায়।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়