শিরোনাম
◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে নিখোঁজের চারদিন পর কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিনপর মো. ইমন (১৬) নামে কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সে তার বাবা'র সাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো।গ্রামের বাড়ি বরিশাল হিজলা উপজেলায় তার বাবার নাম মো. লিটন ‌বর্তমানে নামা শ্যামপুর এলাকায় পরিবারের সাথে থাকতো ইমন।

বিষয়টি জানিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বলেন, কিশোরের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে জানাগেছে, তার বাবা মো. লিটন অটো রিকশা চালাতো, ছেলেও বাবা'র অটো চালাতো। তিনি বলেন, গত ৪দিন আগে অটো রিকশা নিয়ে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই। দু-একদিন পর অটোরিকশা টি শ্যামবাজার এলাকায় রাস্তায় পাওয়া যায়। কিন্তু ছেলে কে পাওয়া যায়নি।

শনিবার (৩ জুন) রাত আনুমানিক আট টার দিকে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবার কাছে ময়লার আবর্জনা উপর থেকে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। পরে মরদেহটি দেখে তার বাবা সনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্তের  মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিশোরকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হত্যা করে বস্তাবন্দি করে উক্তস্থানে ফেলে যায়।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়