শিরোনাম
◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে নিখোঁজের চারদিন পর কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিনপর মো. ইমন (১৬) নামে কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সে তার বাবা'র সাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো।গ্রামের বাড়ি বরিশাল হিজলা উপজেলায় তার বাবার নাম মো. লিটন ‌বর্তমানে নামা শ্যামপুর এলাকায় পরিবারের সাথে থাকতো ইমন।

বিষয়টি জানিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বলেন, কিশোরের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে জানাগেছে, তার বাবা মো. লিটন অটো রিকশা চালাতো, ছেলেও বাবা'র অটো চালাতো। তিনি বলেন, গত ৪দিন আগে অটো রিকশা নিয়ে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই। দু-একদিন পর অটোরিকশা টি শ্যামবাজার এলাকায় রাস্তায় পাওয়া যায়। কিন্তু ছেলে কে পাওয়া যায়নি।

শনিবার (৩ জুন) রাত আনুমানিক আট টার দিকে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবার কাছে ময়লার আবর্জনা উপর থেকে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। পরে মরদেহটি দেখে তার বাবা সনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্তের  মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিশোরকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হত্যা করে বস্তাবন্দি করে উক্তস্থানে ফেলে যায়।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়