শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ◈ লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর ◈ ৩৩ ঘণ্টা পর উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি, থানায় মামলা

চুরি

ডেমরা ( ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় অ্যাডভোকেটড মো.হায়দার তানভীরুজ্জামান (৩৪)নামে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 এ সময় অজ্ঞাত নামা চোরেরা ওই আইনজীবীর বাসার ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে যার অনুমান মূল্য ২১ লক্ষ টাকা। একই সঙ্গে আলমারিতে থাকা মায়ের চিকিৎসার জন্য রাখা নগদ ৫ লক্ষ টাকাসহ দলিলপত্রাদি, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে যায় চোরেরা।

এই ঘটনায় ওই ভুক্তভোগী শুক্রবার দিনগত রাতে অজ্ঞাত নামা চোর বা চোরদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পশ্চিম সানারপাড় নিউ টাউন এলাকায় আইনজীবীর বাড়িতে গত ২৫ মে  সন্ধ্যা থেকে ২৭ মে সকাল ৮ টার মধ্যে যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত তিন মাস ধরে আইনজীবীর মায়ের অসুস্থতার কারণে তারা অন্যত্র অবস্থান করতেন। মাঝে মধ্যে তারা বর্তমান ঠিকানায় ডেমরায় আসতেন। গত গত ২৫ মে সন্ধ্যায় আইনজীবীর বাবা ঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে দেখতে যান। 

এদিকে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত নামা চোর বা চোরেরা আইনজীবীর বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরি করে বলে জানা গেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়