শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি, থানায় মামলা

চুরি

ডেমরা ( ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় অ্যাডভোকেটড মো.হায়দার তানভীরুজ্জামান (৩৪)নামে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 এ সময় অজ্ঞাত নামা চোরেরা ওই আইনজীবীর বাসার ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে যার অনুমান মূল্য ২১ লক্ষ টাকা। একই সঙ্গে আলমারিতে থাকা মায়ের চিকিৎসার জন্য রাখা নগদ ৫ লক্ষ টাকাসহ দলিলপত্রাদি, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে যায় চোরেরা।

এই ঘটনায় ওই ভুক্তভোগী শুক্রবার দিনগত রাতে অজ্ঞাত নামা চোর বা চোরদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পশ্চিম সানারপাড় নিউ টাউন এলাকায় আইনজীবীর বাড়িতে গত ২৫ মে  সন্ধ্যা থেকে ২৭ মে সকাল ৮ টার মধ্যে যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত তিন মাস ধরে আইনজীবীর মায়ের অসুস্থতার কারণে তারা অন্যত্র অবস্থান করতেন। মাঝে মধ্যে তারা বর্তমান ঠিকানায় ডেমরায় আসতেন। গত গত ২৫ মে সন্ধ্যায় আইনজীবীর বাবা ঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে দেখতে যান। 

এদিকে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত নামা চোর বা চোরেরা আইনজীবীর বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরি করে বলে জানা গেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়