শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২২, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি, থানায় মামলা

চুরি

ডেমরা ( ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় অ্যাডভোকেটড মো.হায়দার তানভীরুজ্জামান (৩৪)নামে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 এ সময় অজ্ঞাত নামা চোরেরা ওই আইনজীবীর বাসার ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে যার অনুমান মূল্য ২১ লক্ষ টাকা। একই সঙ্গে আলমারিতে থাকা মায়ের চিকিৎসার জন্য রাখা নগদ ৫ লক্ষ টাকাসহ দলিলপত্রাদি, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে যায় চোরেরা।

এই ঘটনায় ওই ভুক্তভোগী শুক্রবার দিনগত রাতে অজ্ঞাত নামা চোর বা চোরদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পশ্চিম সানারপাড় নিউ টাউন এলাকায় আইনজীবীর বাড়িতে গত ২৫ মে  সন্ধ্যা থেকে ২৭ মে সকাল ৮ টার মধ্যে যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত তিন মাস ধরে আইনজীবীর মায়ের অসুস্থতার কারণে তারা অন্যত্র অবস্থান করতেন। মাঝে মধ্যে তারা বর্তমান ঠিকানায় ডেমরায় আসতেন। গত গত ২৫ মে সন্ধ্যায় আইনজীবীর বাবা ঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে দেখতে যান। 

এদিকে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত নামা চোর বা চোরেরা আইনজীবীর বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরি করে বলে জানা গেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়