শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১০:৫৩ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটার প্রফেশনালদের একটি প্লাটফর্মে নিয়ে আসাই মূল লক্ষ: বিডব্লিউডব্লিউএ'র সভাপতি 

এম এম লিংকন: বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ওয়াটার প্রফেশনালদের একটি প্লাটফর্মে নিয়ে আসা। জ্ঞান শেয়ারের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা ৬ বাস্তবায়নকে তরান্বিত করা। সোমবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) এর আয়োজনে আন্তর্জাতিক এক্সপোর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা নিয়ে দেশে প্রথমবারের মতো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কল কারখানার বর্জ পানি শোধন করার বিভিন্ন উপায় ও প্রযুক্তি ঠাঁই পেয়েছে।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেনি তিনি। বিশেষ অতিথি ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিডব্লিউডব্লিউএ'র সিনিয়র সহ সভাপতি গোলাম আতোয়ার দিদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুটি সেশনে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পানি ও বর্জপানি শোধন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি নিয়ে গবেষণা ও প্রযুক্তিগত পন্যের কর্মশালা। অপরটি হলো এসব বিষয়ে টেকনিক্যাল কর্মশালা। প্রদর্শনীতে ঢাকা ও খুলনা ওয়াসা, এনজিও, বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ৪০টির অধিক প্রতিষ্ঠানকে মোট ৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রদর্শনীতে স্টল বরাদ্দ নিয়েছে ওয়াটার সিস্টেম অ্যান্ড সল্যুশন। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী আবুল মনসুর আহম্মেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো পানি নিয়ে প্রদর্শনী হচ্ছে। গার্মেন্টগুলোর বর্জ পানিতে ফসলি জমি ও পুকুরগুলো ধ্বংস করছে। এতে ধীরে ধীরে পরিবেশ হুমকির মুখে পড়ছে। বর্জ পানি শোধনে বিভিন্ন প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। প্রথম হিসেবে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

প্রদর্শনীতে স্টল নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টার। প্রতিষ্ঠানটির রিসার্চার মেহেদী হাসান বলেন, পানি নিয়ে রিসার্চ, কনসাল্টেন্সি, ক্যাপাসিটি বিল্ডিং ও প্রফেশনাল ইস্প্লিমেন্টেশন নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিবেদন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়