মোস্তাফিজুর রহামান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর মেট্রোরেলের পিলারের নিচ থেকে মৃত ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের নাম পরিচয় জানা যায়নি । ছেলে নবজাতকের বয়স আনুমানিক তিন দিন হতে পারে। বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই জোবাইন ফেরদৌস।
তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহবাগ থানাধীন দোয়েল চত্বরে মেট্রোরেলের পিলারের নিচ থেকে লাল কাপড়ে মোড়ানো মৃত ছেলে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মৃত নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। কে বা কাহারা নবজাতকটিকে উক্ত স্থানে ফেলে রেখে যায়।
প্রতিনিধি/এসএ