শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৩, ০২:১৭ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৩, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে ট্রেনের ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মালিবাগে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত সাহাবুদ্দিনের ভাগিনা মাহমুদুল হাসান নাফিজ জানান, মামা সৌদি প্রবাসী। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি দেশে আসেন। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজের বাসায় থাকতেন।

তিনি জানান, শনিবার সকালে মামা-ভাগিনা নিজেদের প্রাইভেটকার নিয়ে ব্যবসায়িক কাজে বের হন। রাতে মালিবাগ গুলবাগে রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন সাহাবুদ্দিন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে উত্তরার বাসায় থাকতেন। চলতি মাসের শেষের দিকে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল তার।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এমআর/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়