আমিনুল ইসলাম: প্রতিষ্ঠার ৪০ বছর পূর্ণ করলো দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানী বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়া লিমিটেড (বিটিআই)। ১৯৮৪ সালে যাত্রা শুরু করার পর ইতোমধ্যে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। বিটিআই তাদের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করে দু’দিন ব্যাপী আয়োজন করে ‘স্পের্টি অ্যাট ফরটি’।
গতকাল শনিবার বিটিআই সেলিব্রেশন পয়েন্টের প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হয়ে গেলো এ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, বিটিআই এর প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) এবং প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪০ বছর পূর্তির এই আয়োজনের অংশ হিসেবে ছিলো প্যানেল ডিসকাশন ও শিশুদের জন্য আর্ট ওয়ার্কশপ। এছাড়াও, শহর জুড়ে বিভিন্ন লোকেশনে অবস্থিত বিটিআই এর ১১টি ব্র্যান্ড নিউ প্রজেক্ট লঞ্চ।
অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন দ্যা আপকামিং ইনফ্লেশন শীর্ষক প্যানেল ডিসকাশনে আলোচক হিসেবে অংশ নেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ও সাংবাদিক গোলাম মোর্তোজা। প্যানেল ডিসকাশনটি মডারেট করেন বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। প্যানেল ডিসকাশনে বর্তমান বৈশ্বিক ও অভ্যান্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির উপর করোনাভাইরাস মহামারি ও রাশিয়া – ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিচেবনায় রেখে বিনিয়োগের ধরনে কেমন পরিবর্তন আসা উচিত তা নিয়ে আলোকপাত করা হয়।
এমআই/এসবি২