শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের বাস ভাঙচুরকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ ঘণ্টা গ্রিন রোডে যান চলাচল বন্ধ 

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

মাসুদ আলম: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর গ্রিন রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে দুই পক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হন। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ওই বাসের চালকও আহত হন। পরে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে যান। এতে দু পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় ১৫ থেকে ২০ জন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আইডিয়াল কলেজের সাইনবোর্ডটি খুলে টেনে নিয়ে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। দফায় দফায় চলা এ সংঘর্ষের জেরে গ্রিন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।   

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ বলেন, বিভিন্ন সময় এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। এসব ঘটনার আফটার ইফেক্টই হলো এ সংঘর্ষ।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়