শিরোনাম
◈ সরকারকে ইঙ্গিত করে পাকিস্তান প্রেম ছাড়তে বললেন শাহজাহান (ভিডিওসহ) ◈ ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার ◈ হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন ◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও)

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের বাস ভাঙচুরকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ ঘণ্টা গ্রিন রোডে যান চলাচল বন্ধ 

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

মাসুদ আলম: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর গ্রিন রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে দুই পক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হন। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ওই বাসের চালকও আহত হন। পরে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে যান। এতে দু পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় ১৫ থেকে ২০ জন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আইডিয়াল কলেজের সাইনবোর্ডটি খুলে টেনে নিয়ে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। দফায় দফায় চলা এ সংঘর্ষের জেরে গ্রিন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।   

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ বলেন, বিভিন্ন সময় এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। এসব ঘটনার আফটার ইফেক্টই হলো এ সংঘর্ষ।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়