শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

এল আর বাদল : আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান কাঁটছাঁট করল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে ‘মাথা নত’ না করার সিদ্ধান্তে অনড় থাকাতেই ‘শাস্তির’ খাঁড়া নামল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটি ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটিরও বেশি) আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার তারা জানাল, হার্ভার্ড 

বিশ্ববিদ্যালয়ের আরও ৪৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার কোটি) আর্থিক অনুদান বন্ধ করা হচ্ছে। -- সূত্র, আনন্দবাজার

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যার মধ্যে কয়েকটি বিষয়ে কম বিতর্ক হয়নি। ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের মধ্যে অন্যতম হার্ভার্ডের অনুদান বন্ধ করে দেওয়া। শুধু তা-ই নয়, দিন কয়েক আগেই মার্কিন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, যা নিয়েও কম বিতর্ক হয়নি। সেই আবহে আবার অনুদানে কাঁটছাঁটের সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।

সোমবারই আমেরিকার শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমোহনকে একটি চিঠি দেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার। সেই চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, ‘‘ইজ়রায়েলের হামলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের বেশ কিছু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।’’ তবে তিনি সরাসরি, পড়ুয়াদের রাজনৈতিক যোগের তত্ত্ব খারিজ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বক্তব্য ভাল ভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার তারা জানায়, বিশ্ববিদ্যালয়ে ইহুদি পড়ুয়ারা অপমানিত এবং আহত হয়েছেন। কিন্তু তার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি। সেই কারণেই নতুন করে অনুদান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় হামাস-ইজ়রায়েল যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন না বলেও অভিযোগ।

বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া শর্তাবলি মানতে রাজি ছিল না হার্ভার্ড। ফলে ‘শাস্তিস্বরূপ’ অনুদান বন্ধের কথা বলে মার্কিন প্রশাসন। অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। আইনি লড়াইয়ের মধ্যেই আবার অনুদান বন্ধ করল ট্রাম্পের সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়