শিরোনাম
◈ ইরান-ইসরায়েল : কার কত সামরিক শক্তি? ◈ ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি ◈ ভিসা জটিলতায় থমকে বাংলাদেশি পর্যটন, বিদেশ ভ্রমণে বড় বাধা অবৈধ অবস্থান ও ওভারস্টে ◈ বাবর, রিজওয়ান ও শা‌হিন আ‌ফ্রিদি ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান  ◈ বাংলাদেশের পদ্ধ‌তি অনুকরণ করতে চায় ভারত ◈ আসামের ধুবড়ি নিয়ে ‘বাংলাদেশে যুক্ত করার’ ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর, জেলায় শুট অ্যাট সাইট নির্দেশ ◈ তেলআবিব ও জেরুজালেমে বিশাল বিস্ফোরণ, ফের ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান! ◈ প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস, যা লিখলেন ◈ যুক্তরাজ্যে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ◈ ১০ মাস পর প্রকাশ্যে শ ম রেজাউল করিম, লন্ডনে একঝাঁক আওয়ামী লীগ নেতার উপস্থিতি

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা, স্বর্ণ লুট

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার গলায় ও নাকে থাকা স্বর্ণ লুট করা হয়। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

এর আগে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেনি। নিহত তাজিয়া বেগম ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে যান। ঘরে তার স্ত্রী তাজিয়া একাই ছিলেন। সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। নামাজ শেষে মসজিদ থেকে মান্নান এসে দেখেন রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

তাজিয়া বেগমের ভাগিনা এনামুল চৌধুরী পাভেল বলেন, কে বা কারা আমার ফুফুকে জবাই করে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তার গলার ও নাকের স্বর্ণ লুটে নিয়ে গেছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী ঘরে রান্না করছিলেন। এ সময় ধারালো বটি দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়