নাহিদ হাসান: ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে একজন আহতের খবর পাওয়া গেছে। অভিযোগ ওঠে, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে। বাংলা ট্রিবিউন
এর আগে বৃহস্পতিবার (২ মে) দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে কলেজে ফেরার সময় পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বিজয় ৭১ বাসটিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে দু পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন আইডিয়াল কলেজের সাইনবোর্ডটি খুলে টেনে নিয়ে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইউসুফ বলেন, ‘তোমরা ঢাকা কলেজের সম্মান রক্ষা করেছ। আমি তোমাদেরকে নিয়ে গর্ব করি। যারা অন্যায়ভাবে ঢাকা কলেজের উপরে আঘাত করবে যতদিন আমি আছি কাউকে ছাড় দেওয়া হবে না। আমি তদন্ত কমিটি গঠন করবো এই ঘটনার পেছনে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’
এনএইচ