শিরোনাম
◈ ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার ◈ হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন ◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৩, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৩, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক থেকে ওএমএসের চাল কিনতে এসে জ্ঞান হারালেন বৃদ্ধ

বৃদ্ধ গোলাম মোস্তফা খান।

ডেস্ক নিউজ : ঘটনাটি ঘটেছে মিরপুর ১২ নম্বর সেকশনে সিটি ক্লাব মাঠসংলগ্ন সড়কে। সেখানে খোলাবাজারে (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে এসেছিলেন বাড়ির নিরাপত্তারক্ষী গোলাম মোস্তফা খান।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাল নিতে লাইনে দাঁড়ান তিনি। তবে লাইন দীর্ঘ থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বেলা ১১টার দিকে লাইনের পাশেই অজ্ঞান হয়ে পড়ে যান। প্রথম আলো, কাল বেলা

জানা গেছে, আগের থেকে অসুস্থতা নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে সমস্যা হলেও কষ্টে পাওয়া সিরিয়াল ছেড়ে দূরে সরতে পারছিলেন না গোলাম মোস্তফা। একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন মোস্তফাকে ধরাধরি করে রাস্তার পাশে শুইয়ে দেন। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে তাদের সহায়তাও চান। প্রায় আধা ঘণ্টা পর জ্ঞান ফিরে পেয়ে চোখ মেলেন গোলাম মোস্তফা। কিন্তু সে সময় কথা বলার মতো অবস্থায় ছিলেন না তিনি।

গোলাম মোস্তফার নাম জানা যায় জাতীয় পরিচয়পত্র থেকে। আর সঙ্গে থাকা মুঠোফোনে মেলে পরিবার সদস্যের নম্বর। পরে সেখানে উপস্থিত মানুষের মধ্যে দুজন এগিয়ে এলেন। তাকে রিকশায় করে পৌঁছে দিলেন মিরপুর ১২-এর সি ব্লকের ২ নম্বর সড়কের বাসায়। গোলাম মোস্তফার সহকর্মী লাল মিয়ার জানান, তারা দুজনে পালা করে ওই বাসায় নিরাপত্তারক্ষীর কাজ করেন।

গোলাম মোস্তফার স্ত্রী কাজ করেন একটি পোশাক কারখানায়। ছেলেও একটা ছোটখাটো কাজ করে নিজের খরচ চালায়। স্ত্রীকে নিয়ে পাশেই ছোট একটি বাসায় ভাড়া থাকেন তিনি।

ডায়াবেটিসে আক্রান্ত গোলাম মোস্তফার দুই দিন ধরে পাতলা পায়খানা চলছে। কিন্তু অভাবের সংসারে সুলভ মূল্যে চাল পেতে অসুস্থ শরীর নিয়েও তিনি ওএমএসের লাইনে দাঁড়ান। এখন তো তাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়েছে। মোস্তফার স্ত্রীকে খবর দেওয়া হয়েছে। তিনি আসতেছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়