জাফর খান: রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেছে। ঢাকা পোষ্ট
বৃহস্পতিবার (২ মে) দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে কলেজে ফেরার সময় পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বিজয় ৭১ বাসটিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এসময় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
সংঘর্ষের ঘটনায় আরিফ (২১) নামে একজন আহত হয়েছেন। তিনি ঢাকা কলেজের অনার্স গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আরিফকে নিয়ে আসা আরেক সহপাঠী আব্দুস সোবহান কলেজের বাস ভাঙচুর কেন্দ্র করেই এ সংঘর্ষের শুরু বলে জানিয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ জানিয়েছে আহত আরিফকে হাসপাতালে জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেকে/এএ