অনলাইন ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়।
এমএএস