ডেস্ক রিপোর্ট: মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিএমপি নিউজ
এ সময় আটককৃতদের হেফাজতে থেকে ৮২৪ পিস ইয়াবা, ১৬০.২৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৭৯ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা রুজু হয়েছে। রিপোর্ট: নাহিদ হাসান
এনএইচ