শিরোনাম
◈ ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত ◈ সরকারের সঙ্গে নাগরিকের অংশীদারিত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ করোনা ভাইরাসে আক্রান্ত অর্থমন্ত্রী ◈ সংখ্যালঘুদের বিপন্নতা অপপ্রচার: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ◈ বাংলাদেশের সঙ্গে বিশ্বাসের ঘাটতি দূর করতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ ◈ আচরণবিধি লঙ্ঘনে প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল  ◈ সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে ◈ মামলা নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত ◈ সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রামপুরা থানাধীন  খিলগাঁও  হাজিপাড়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামিয়া ইকরা বাংলাদেশ মাদ্রাসার জালালাইন (তাফসির বিভাগের) দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ ইকবাল হোসাইন (২১) এর মৃত্যু হয়েছে।

কুমিল্লা চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলামের ছেলে ইকবাল। তিন ভাই তিন বোন এর মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। রোববার ২৮ আগস্ট দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিলগাঁও খিদমা  হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক মোঃ আবু সালেহ্ জানান, দুপুরে মাদ্রাসার ম্যাচের পাশেই গোসলখানা সেখানে  গোসল করতে গিয়ে দরজা চাপানোর সময় বৈদ্যুতিক তারে চাপ লেগে লিক হয়ে যাওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মৃতের চাচাতো ভাই আশিক মাহমুদ জানান, খবর পাই ইকবাল মাদ্রাসা গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। 
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়