কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় ৪ বছরের এক শিশুকে। এক সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্য। র্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।
তানহা পাখি নামে ৪ বছরের এই শিশুটিকে হাত ধরে সাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এমন যে, কারও বোঝার উপায় নেই যে, তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা।
পরিবারের সদস্যদের দাবি, ২৩ অক্টোবর সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে নিজ বাসার সামনে খেলছিলো তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে দরবেশ পরিচয়ে মোবাইল ফোনে তাদের জানানো হয়, গায়েবি শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি।
অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে মাঠে নামে র্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়।
শিশুকে অপহরণকালে কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলেও জানানো হয়েছে।