শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

ডিবি পুলিশের অভিযানে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া, রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী খান, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান।

বুধবার ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে লাভলু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি দল । অন্যদিকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে হায়দার আলী খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি রমনা ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়