শিরোনাম
◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই অজ্ঞান পার্টির কবলে, সব হারালেন প্রবাসী

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পরে এক প্রবাসীর সর্বস্ব খোয়া গেছে। তার নাম আক্কাস আলী (৩৮)। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর কাকরাইল মোড় পুলিশবক্সের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ওই প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিমুজ্জামান জানান, তাদের বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে। আক্কাস আলী মালয়েশিয়া প্রবাসী। দ্বীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় থাকেন। সকাল ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে এলাকা থেকে ফোনে জানায় আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে আছে। পরে সেখানে গিয়ে আক্কাস আলীকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার সাথে কোন লাগেজ পাওয়া যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকালে কাকরাইল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী পরিস্কার করা হয়েছে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। স্বজনরা জানিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সর্বস্ব নিয়ে গেছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়