শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:১৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে খিলক্ষেতের নামাপাড়া থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লায়লা বানু ওরফে রাশেদা বেগম (৩৮), আব্দুস সাত্তার ওরফে আকাশ (৩৬), মো. মোকলু মিয়া (২৬) ও  মো. সাখাওয়াত হোসাইন শিপন (৩৩)।

ডিএমপি সূত্রে জানা যায়, ওই চার মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় আরও দুই থেকে তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা এবং তাদের প্রাইভেটকার তল্লাশি করে আরও নয় হাজার পিস ইয়াবাসহ মোট ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত লায়লা বানু চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে আসামি আব্দুস সাত্তার, মোকলু মিয়া ও সাখাওয়াতের নিকট হস্তান্তর করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়