শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে পাঠানোর আদেশ শুনে পালাল আসামি, অতপর...

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। কারাগারে পাঠানোর আদেশ শুনে আরিফুল ইসলাম আরিফ নামে ওই আসামি পালিয়ে যায়। 

শনিবার সন্ধ্যায় সিএমএম আদালতের একটি এজলাসে এ ঘটনা ঘটে। পলাতক আরিফুল হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। 

পুলিশ জানিয়েছে- তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।  এ ঘটনায় পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জানা গেছে, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশের পর এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। এ সময় আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বলেন, এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে।  উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়