শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:১৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে অন্ধ তরুণের কয়েক লাখ হাদিস মুখস্থ

ধর্ম ডেস্ক: জিহাদ মুতয়িব ঈসা মালেকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদ মালেকি নামেই পরিচিত। বিস্ময়কর মেধা ও কৃতিত্বের জন্য এরই মধ্যে মুসলিম বিশ্বে খ্যাতি অর্জন করেছেন এই তরুণ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এই তরুণ মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন ও মহানবী (সা.)-এর কয়েক লাখ হাদিস মুখস্থ করেন। হাদিসের সঙ্গে সঙ্গে তার সূত্রগুলো, তার বর্ণনাকারী, বিধান-মর্যাদা ও কোন কিতাবে আছে তা মুখস্থ এই তরুণের।

জিহাদের জন্ম ১৪২৩ হিজরি সনে সৌদি আরবের রিয়াদ শহরে। জন্মের পর তিনি পূর্ণ এক মাস এনআইসিইউ বিভাগে ভর্তি ছিল এবং ভুল চিকিৎসার কারণে দৃষ্টিশক্তি হারান। ফলে তিনি কখনো কিছু চোখে দেখেননি। জিহাদ মালেকি মাত্র পাঁচ বছর বয়সে রিয়াদের একটি হিফজ মাদরাসায় লেখাপড়া শুরু করেন এবং অল্প দিনেই সাত পারা মুখস্থ করে ফেলেন। এরপর তাঁর পরিবার মদিনাতুল মুনাওয়ারায় যায় এবং সেখানে মায়ের কাছে ২৩ পারা কোরআন মুখস্থ করেন। সাধারণত হাফিজরা কোরআনের পারা ও পৃষ্ঠা হিসেবে হিফজ করলেও জিহাদ মালেকি সুরা ও আয়াত নম্বর হিসেবেও তা মুখস্থ করেন। ফলে যেকোনো সুরার নাম ও আয়াত নম্বর বললে তিনি তা পাঠ করতে পারেন।

পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করার পর মসজিদে নববীতে শায়খ ইয়াহইয়া বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়ার কাছে হাদিস মুখস্থ শুরু করেন এবং কৃতিত্বের সঙ্গে তা সম্পন্ন করেন। মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন ও হাদিসের বিখ্যাত ছয়টি গ্রন্থ (সিহাহ সিত্তা) মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেন। সামাজিক মাধ্যম ইউটিউবে প্রচারিত তাঁর বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রশ্নকারী হাদিসের শব্দ-বাক্য উচ্চারণ করলে তিনি হাদিস বর্ণনাকারী, হাদিসের নম্বর, হাদিসের বিশুদ্ধতার স্তর বলে দিচ্ছেন। তাঁকে সমকালের ‘ছোট শায়খ আবদুল্লাহ বিন বাজ’ বলে থাকেন।

লেখা: বিভিন্ন আরবি গণমাধ্যম অবলম্বনে আবরার আবদুল্লাহ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়