শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৩:৪০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার নিয়ে বক্তব্য, আইনজীবীদের সভায় চেয়ার ছোড়াছুড়ি

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর আইনজীবীদের সাধারণ সভায় এক বক্তা খাবার নিয়ে কথা বলায় চেয়ার ছোড়াছুড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) নগরের আগ্রাবাদ সিডিএ ভবনে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সদস্য ফোরকান উদ্দিন নামে এক আইনজীবী তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ৫০০ টাকার একবেলা ভাতের জন্য অনেক আইনজীবী এখানে (সভায়) আসেন। তার এই বক্তব্যের পরপরই সভায় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় আইনজীবীরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হট্টগোলের মধ্যে অনেক আইনজীবী মঞ্চে বক্তার ডায়াস লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। একপর্যায়ে ওই বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা প্রায় তিন মিনিট পরে সবাইকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক আইনজীবী জানিয়েছেন, সভার শেষ দিকে ফোরকান উদ্দিন নিজের দেওয়া বক্তব্যের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান ।

বিষয়টি জানতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়