শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৩:৪০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার নিয়ে বক্তব্য, আইনজীবীদের সভায় চেয়ার ছোড়াছুড়ি

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর আইনজীবীদের সাধারণ সভায় এক বক্তা খাবার নিয়ে কথা বলায় চেয়ার ছোড়াছুড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) নগরের আগ্রাবাদ সিডিএ ভবনে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সদস্য ফোরকান উদ্দিন নামে এক আইনজীবী তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ৫০০ টাকার একবেলা ভাতের জন্য অনেক আইনজীবী এখানে (সভায়) আসেন। তার এই বক্তব্যের পরপরই সভায় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় আইনজীবীরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হট্টগোলের মধ্যে অনেক আইনজীবী মঞ্চে বক্তার ডায়াস লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। একপর্যায়ে ওই বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা প্রায় তিন মিনিট পরে সবাইকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক আইনজীবী জানিয়েছেন, সভার শেষ দিকে ফোরকান উদ্দিন নিজের দেওয়া বক্তব্যের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান ।

বিষয়টি জানতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়