শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৩:৪০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার নিয়ে বক্তব্য, আইনজীবীদের সভায় চেয়ার ছোড়াছুড়ি

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর আইনজীবীদের সাধারণ সভায় এক বক্তা খাবার নিয়ে কথা বলায় চেয়ার ছোড়াছুড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) নগরের আগ্রাবাদ সিডিএ ভবনে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সদস্য ফোরকান উদ্দিন নামে এক আইনজীবী তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ৫০০ টাকার একবেলা ভাতের জন্য অনেক আইনজীবী এখানে (সভায়) আসেন। তার এই বক্তব্যের পরপরই সভায় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় আইনজীবীরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হট্টগোলের মধ্যে অনেক আইনজীবী মঞ্চে বক্তার ডায়াস লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। একপর্যায়ে ওই বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা প্রায় তিন মিনিট পরে সবাইকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক আইনজীবী জানিয়েছেন, সভার শেষ দিকে ফোরকান উদ্দিন নিজের দেওয়া বক্তব্যের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান ।

বিষয়টি জানতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়