শিরোনাম
◈ আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ◈ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৩:৪০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার নিয়ে বক্তব্য, আইনজীবীদের সভায় চেয়ার ছোড়াছুড়ি

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর আইনজীবীদের সাধারণ সভায় এক বক্তা খাবার নিয়ে কথা বলায় চেয়ার ছোড়াছুড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) নগরের আগ্রাবাদ সিডিএ ভবনে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সদস্য ফোরকান উদ্দিন নামে এক আইনজীবী তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ৫০০ টাকার একবেলা ভাতের জন্য অনেক আইনজীবী এখানে (সভায়) আসেন। তার এই বক্তব্যের পরপরই সভায় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় আইনজীবীরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হট্টগোলের মধ্যে অনেক আইনজীবী মঞ্চে বক্তার ডায়াস লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। একপর্যায়ে ওই বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা প্রায় তিন মিনিট পরে সবাইকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক আইনজীবী জানিয়েছেন, সভার শেষ দিকে ফোরকান উদ্দিন নিজের দেওয়া বক্তব্যের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান ।

বিষয়টি জানতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়