শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০৩:৩৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: তিনি কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন?

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: যেহেতু বাংলাদেশে ভাইস চ্যান্সেলররা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের হর্তাকর্তা বিধাতা, তাই রাজনীতি করা শিক্ষকদের নিয়োগ না দিয়ে খাঁটি শিক্ষাবিদদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা পাল্টে যাবে- অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

ধন্যবাদ স্যার। আপনার সময়োপযোগী লেখাটির জন্য ধন্যবাদ। এর চেয়ে চরম সত্য কথা আর হয় না। এই কথাটিই আমি বারবার অনেকবার লিখেছি, বলেছি এবং বিশ্বাস করি। কিন্তু আমাদের সরকার সেটা মানে না। মানে আমাদের সরকাররা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের শিক্ষা ও গবেষণার সূতিকাগার হিসেবে দেখতে চায় না। চাইতো যদি তাহলে সত্যিকারের স্কলার খুঁজে ভিসি হিসেবে নিয়োগ দিতো। তা না করে তারা নিয়োগ দেয় সত্যিকারের দলান্ধদের। যে মানুষ মনে করে মেয়েরা রাতবিরাতে বাইরে থাকলে বিয়ে হয় না সেই মানুষটি কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন? আর ভিসি হওয়া তো কল্পনাতীত।

শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা ক্ষুব্ধ হয়ে উপাচার্যকে অবরুদ্ধ করেছে। শিক্ষক ছাত্রদের মাঝে সবচেয়ে নিরাপদ। অবরুদ্ধ করে রাখা মানে তাকে মারধর করা নয় যে তাকে পুলিশ দিয়ে উদ্ধার করতে হবে। অবরুদ্ধ করে রাখা মানে তাকে না খাইয়ে মেরে ফেলা নয় যে তাকে পুলিশ দিয়ে উদ্ধার করতে গিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালাতে হবে। যেই মুহূর্তে পুলিশ ডেকে, পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হয় সেই মুহূর্তেই তিনি উপাচার্য হিসেবে থাকার সকল নৈতিকতা হারিয়ে ফেলেছেন। তারপরও থাকার জন্য নানান কৌশল অবলম্বন করা মানে তার অযোগ্যতা প্রমাণের স্বাক্ষর। এই মূহুর্তে যখন রাষ্ট্রপতির উচিত তাকে চায়ের আমন্ত্রণ জানিয়ে বিদেয় করে ড্যামেজ মিনিমাইজ করার চেষ্টা করা ঠিক তখন উল্টো দেখছি শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ডেকেছে। সত্যিই সেলুকাস। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়