ফাহাদ ইফতেখার: [২] বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া মারা গেছেন। তিনি ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা গেছেন । এনডিটিভি
[৩] লন্ডন-ভিত্তিক বৈশ্বিক বিভিন্ন রেকর্ডসের স্বীকৃতি দানকারী সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১১২ বছর ২১১ দিনে পা রাখার দিনে গার্সিয়াকে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিলো। আগামী মাসে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কথা ছিলো।
[৪] গার্সিয়া ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি স্পেনের লিওনের পন্তে ক্যাস্ত্রো এলাকায় জন্মগ্রহণ করেছিলেন ।
[৫] পারিবারিক জীবনে তার ৭ সন্তান, ১৪ নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের ২২ সন্তান রয়েছে।