শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাননীয় স্পিকার আমাকে অন্তত সত্য কথাটা বলতে দিন: সংসদে হারুন

মহসীন কবির: [২] সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদে বিএনপির সাংসদ সদস্য হারুনুর রশীদ একথা বলেন। বিটিভি

[৩] তিনি বলেন, আমি যদি সত্য কথা বলতে না পারি তাহলে সংসদে থেকে লাভ কি?। এরপর তিনি আবারও কথা বলার চেষ্টা করেন তখন স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

[৪] তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তুলনামূলকভাবে বিতর্ক কম হয়েছে, এতে মাত্র ৫০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই।

[৫] তিনি বলেন, বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে ভোট হয়নি। আমি নির্বাচনের আগে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছি নির্বাচন যাতে সুষ্ঠু  হয়। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, স্বরাষ্টসন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যাতে নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। আমি ভোটের দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে কোনো ভোট হয়নি। বাংলানিউজ

[৬] হারুন বলেন, সরকারের তিন বছর পূর্তি ও চার বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেবো না। দুর্নীতি বলতে কী বোঝায়, অসদুপায় অবলম্বন করা। অসদুপায় অবলম্বন করে ভোট হয়, নির্বাচন হয়, নির্বাচিত হয়। অথচ কোরআন শরিফে এর বিরুদ্ধে বলা হয়েছে।

[৭] হারুনের বক্তব্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। হারুন তাদের উদ্দেশ্যে বলেন, আমাকে বলতে দিন, অধৈর্য হবেন না, মাননীয় স্পিকার আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো, চাঁপাইনবাবগঞ্জের ওই নির্বাচনে যে অনিয়ম, দুর্নীতি হয়েছে তার সঙ্গে জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়