শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২, ০৬:০০ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২২, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগরতলা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ফ্লাইট চালানোর ঘোষণা ভারতের

মাছুম বিল্লাহ: [২] ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)। শনিবার ভারতের এই সংস্থাটি জানিয়েছে, আগরতলা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ব্যাংকক, ঢাকা ও চট্টগ্রাম এবং আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকেও একই রুটে শিগগিরই ফ্লাইট পরিচালনা করা হবে।

[৩] টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ডটকম এ খবর দিয়েছে। পত্রিকা দুটি তাদের প্রতিবেদনে লিখেছে, শনিবার আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর প্রথম ফ্লাইটের যাত্রী হন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এরআগে গত ৪ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করেন।

[৪] প্রতিমা ভৌমিক বলেন, আগরতলা বিমানবন্দর বাংলাদেশি নাগরিকরা ব্যাপকভাবে ব্যবহার করছেন। ভারতের বিভিন্ন শহর ও বিদেশে যেতে তাদের জন্য আগরতলা বিমানবন্দর প্রথশ স্টপ।

[৫] ইন্ডিয়া ডটকম লিখেছে, আগরতলা বিমানবন্দরটি উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করলো। ৫০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত আন্তর্জাতিক টার্মিনাল দিয়ে প্রতি ঘন্টায় ২০০ আন্তর্জাতিক যাত্রীসহ ১৫০০ যাত্রীর যাতায়াত করতে পারবে।

[৬] ১৯৪২ সালে তৎকালীন ত্রিপুরা রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর জমি দান করার পর প্রথম নির্মিত আগরতলা বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজকীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল। আগে সিঙ্গারবিল বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল জুলাই ২০১৮ সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়